২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিআইইউতে নজরুল শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা

-

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে গত ১৩ জুলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ‘বাংলায় নানারূপে নজরুল শীর্ষক আলোচনা এবং গুণীজন সংবর্ধনা-২০২৩’র আয়োজন করা হয়। ইউনিভার্সিটির পক্ষ থেকে গুণীজন সম্মাননা দেয়া হয় একুশ পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আলম শাকিলকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। আলোচনায় অংশগ্রহণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, প্রক্টর অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন খায়রুল আলম শাকিলসহ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এ ইউনিভার্সিটির প্রভাষক নবনীতা চক্রবর্তী ও প্রভাষক তরু শাহরিয়ার স্বর্গ।


আরো সংবাদ



premium cement